শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে ডাকাতচক্রের আস্তানায় পুলিশের অভিযানে স্বর্ণসহ আটক ৫

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে আন্তঃজেলা ডাকাতচক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৫০ ভরি স্বর্ণসহ আন্তঃজেলা ডাকাতচক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ওই আস্তানা থেকে দেশি-বিদেশি প্রায় ৫ লক্ষ টাকা, বেশ কিছু মোবাইল সেট, ইলেকট্রনিকস সামগ্রী ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল (সোমবার) দুপুরে সিলেট জেলা পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সিলেট জেলার সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর মধুশহীদ এলাকার ১৫/বি বাড়িতে একদল ডাকাত অবস্থান করছে। সেখানে রাতভর অভিযান চালিয়ে পুলিশ লুট হওয়া পণ্যসহ ৫ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তারা সবাই আন্তঃজেলা ডাকাতচক্রের সদস্য বলে জানান তিনি। তিনি আরো জানান, সিলেটসহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন স্থানে ডাকাতি করে এসব মালামাল লুট করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও অভিযান চালাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন