শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৭, ১১:৩৩ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের পাটওয়ারীর হাট এলাকায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ফারুক হোসেন উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি একই এলাকার মন্ডলতলী গ্রামের মৃত সামছুল হকের ছেলে। স্বজনরা জানান, স্থানীয় পাটওয়ারীহাট থেকে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় হাটের অদূরে পৌঁছলে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেয়ার পথে ফারুক হোসেন মারা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন