বাংলা ভাষা ও সাহিত্য
শামসুল আলম
প্রভাষক
ক্যারিয়ার গাইডলাইন
বাঙলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন -
ক) ড.সুনীতিকুমার চট্টোপধ্যায় খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড. এনামুল হক ঘ) কায়কোবাদ
চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যেও দ্বিতীয় স্থানের অধিকারী কে?
ক) হরপ্রসাদ শাস্ত্রী খ) ভুসুক পা গ) জয়দেব ঘ) কাহ্নপা
‘শূন্য পুরাণ’ কাব্য রচনা করেন?
ক) লুই পা খ) কাহ্নপা
গ) দৌলৎ উজীর বাহরাম খান ঘ) রামাই পন্ডিত
“দশচক্রে ভগবান ভুত” প্রবাদে ভগবান কে?
ক) ঈশ্বর খ) কৃষ্ণ গ) ভগবানের প্রেত ঘ) ভগবান নামের এক ভৃত্য
কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
ক) কবিতা খ) পত্রিকা গ) উপন্যাস ঘ) ছোটগল্প
মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক) কবর খ) চিঠি গ) রক্তাক্ত প্রান্তর ঘ) মুখরা রমণী বশীকরণ
‘কাকন মনি’ নাটকটি কে লিখেছেন?
ক) সিকান্দার আবু জাফর খ) ড. নীলিমা ইব্রাহীম
গ) আনিস চৌধুরী ঘ) শওকত ওসমান
কোনটি নজরুলের রচনা নয়?
ক) দোলান চাঁপা খ) শেষ প্রশ্ন গ) কুহেলিকা ঘ) অগ্নিবীণা
‘পূর্ব-পশ্চিম’ উপন্যাসের রচয়িতা হলেন-
ক) হুমায়ূন আহমেদ খ) সমরেশ মজুমদার
গ) হুমায়ুন আজাদ ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
ক) কাব্য খ) নাটক গ) উপন্যাস ঘ) প্রবন্ধ
ছন্দের জাদুকর কাকে বলা হয়?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) বিহারীলাল মজুমদার ঘ) সুকুমার রায়
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
ক) বিরহ বিলাপ খ) একাত্তরের দিনগুলো
গ) আমি বিরঙ্গনা বলছি ঘ) বকুল পুরের স্বাধীনতা
‘কর্ণফুলী’ উপন্যাসের লেখক কে?
ক) নবীন চন্দ্র খ) বিপ্রদাস বড়–য়া
গ) আলাউদ্দিন আল আজাদ ঘ) সেলিনা হোসেন
‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?
ক) জহির রায়হান খ) শওকত ওসমান
গ) মুনীর চৌধুরী ঘ) রশীদ করিম
‘রাজবন্দীর জবান বন্দী’-
ক) উপন্যাস খ) বক্তৃতা সংকলন গ) নাটক ঘ) প্রবন্ধ
‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে সংকলিত?
ক) ক্ষনিকা খ) বলাকা গ) কনিকা ঘ) বীথিকা
‘দুধ-ভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াস এর একটি-
ক) কাব্য খ) উপন্যাস গ) গল্পগ্রন্থ ঘ) নাটক
‘ভাষা আন্দোলন’ সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে?
ক) বশীর আল হেলাল খ) ড. রফিকুল ইসলাম
গ) বদরুদ্দীন উমর ঘ) ড. আহমদ শরীফ
“মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর।”-এই পঙ্ক্তিটি কার?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) কাজী নজরুল ইসলাম
গ) শেখ ফজলুল করিম ঘ) শামসুর রাহমান
‘হত’ এর বিপরীত শব্দ কোনটি?
ক) মৃত খ) আহত গ) জীবিত ঘ) হরণ
‘না’ কোন জাতীয় শব্দ-
ক) অব্যয় খ) সর্বনাম গ) ক্রিয়া ঘ) বিশেষণ
গণ সাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়-
ক) সাধারণ মানুষ অর্থে খ) জনগণের রচিত সাহিত্য অর্থে
গ) বিশেষ মানুষ অর্থে ঘ) বিশেষ মানুষ দ্বারা রচিত সাহিত্য অর্থে
‘ধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে-
ক) ধি+অর খ) ধী+অর গ) ধার+অ ঘ) ধা+র
“তুমি অধম বলে আমি উত্তম হইবনা কেন?” এটি কোন ধরনের বাক্য?
ক) সরল খ) জটিল বাক্য গ) যৌগিক বাক্য ঘ) মিশ্র বাক্য
“করেছে, করেছো, করেছেন”- একই শব্দের এ তিনটি রূপ কী কারণে ব্যবহৃত হয়?
ক) লিঙ্গভেদ খ) মর্যাদাভেদ গ) কারক বিভক্তি ঘ) সমাস
কোন শব্দটি ষত্ব বিধানের নিয়মের বাইরে-
ক) বিষয় খ) বর্ষ গ) ভাষা ঘ) কষ্ট
দু’টি পদের সংযোগ স্থলে কী বসে?
ক) ড্যাশ খ) হাইফেন গ) কোলন ঘ) কোলন ড্যাশ
‘নিশিদিন’ কোন সমাস?
ক) দ্ব›দ্ব সমাস খ) বহুব্রীহি সমাস
গ) দ্বিগু সমাস ঘ) অব্যয়ীভাব সমাস
‘ঋড়ৎমবৎু’ শব্দের বাংলা পরিভাষা-
ক) জালিয়াতি খ) মিথ্যাচার গ) ভুলে যাওয়া ঘ) শক্তি প্রয়োগ
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
ক) হাতি/হাতী খ) নারি/নারী গ) জাতি/জাতী ঘ) দাদি/দাদী
সঠিক উচ্চারণ কোনটি?
ক) তিতিখ্খা খ) তিথিক্খা গ) তিতিক্খা ঘ) তিতীখ্খা
‘অয়োময়’ শব্দের অর্থ কী?
ক) লৌহময় খ) পেঁচানো গ) দুর্বোধ্য ঘ) বাজে
ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর মতে বাংলা সাহিত্যের’-বৈষ্ণব সাহিত্য যুগ-
ক) ৯৫০-১২০০ খ্রিষ্টাব্দ খ) ১৫০০-১৭০০ খ্রিষ্টাব্দ
গ) ১৩০০-১৫০০ খ্রিষ্টাব্দ ঘ) ১২০০-১৩০০ খ্রিষ্টাব্দ
চর্যাপদের কবি শবরপা/শবরীপা নিচের কোন সংখ্যক পদ রচনা করেন-
ক) ২৮ নং খ) ৫০ নং গ) উভয়টি ঘ) কোনটিই নয়।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে প্রকাশিত হয়?
ক) ১৯০৭ সালে খ) ১৯১৬ সালে
গ) ১৯২৬ সালে ঘ) ১৯০৯ সালে
চন্ডীমঙ্গল কাব্যের ‘মুরারিশীল’ কোন ধরণের চরিত্র-
ক) অত্যাচারী চরিত্র খ) ষড়যন্ত্রকারী চরিত্র
গ) (ক+খ) ঘ) প্রতারক চরিত্র
বাঘের বিক্রম সম মায়ের শিশির, প্রবচন টি কোথা থেকে নেয়া হয়েছে?
ক) চন্ডীমঙ্গল কাব্য খ) ধর্মমঙ্গল কাব্য
গ) মনসামঙ্গল কাব্য ঘ) অন্নদামঙ্গল কাব্য
মানিক বন্দ্যোপাধ্যায় এর জননী কোন ধরনের লেখা?
ক) উপন্যাস খ) প্রবন্ধ গ) নাটক ঘ) কোনটিই নয়।
ছবি কথা সুর কার লেখা?
ক) কবীর চৌধুরী খ) আবু ইসহাক
গ) জাহানার ইমাম ঘ) মমতাজ উদ্দীন আহমদ
জহির রায়হান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) খুলনা খ) বরিশাল গ) ফেনী ঘ) কুমিল্লা
সাম্যবাদী পত্রিকার সম্পাদক কেছিলেন?
ক) ফজল শাহাবুদ্দিন
খ) খান মোহাম্মদ মঈনুদ্দীন
গ) শ্রীকৃষ্ণ দাস ঘ) গোলাম মোস্তফা
পৃথিবীতে দুঃখ বলে কিছু নেই ও যেন আনন্দেরই একটি দিক। এই উক্তিটি কার?
ক) সুকান্ত ভট্টাচার্য
খ) কাজী নজরুল ইসলাম
গ) আবুল হোসেন মিয়া ঘ) হাসন রাজা
‘জননী সাহসিনী-১৯৭১’ এর লেখক কে?
ক) আনিসুল হক খ) আকরাম হোসেন
গ) দাউদ হায়দার ঘ) মনি হায়দার
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি-
ক) সধবার একদশী খ) চন্দ্রগুপ্ত
গ) নীলদর্পণ ঘ) কৃষ্ণকুমারী
‘হেক্টর বধ’ গ্রন্থের রচয়িতা-
ক) রবীন্দ্রনাথ খ) মধুসূদন গ) ডি. এল রায় ঘ) মুনীর চৌধুরী
লীলাবতী নাটকের রচয়িতা-
ক) দ্বিজেন্দ্রলাল রায় খ) রবীন্দ্রনাথ
গ) দীনবন্ধু মিত্র ঘ) মধুসূদন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন