পাঁচবিবি উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়েকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে উপজেলার শ্রীমন্তপুর গ্রামের গোলাম হোসেনকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের জেল দেওয়া হয়। গতকাল বুধবার রাতে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হাসান এ রায় দেন।
জানা গেছে, দুপুরে উপজেলার শ্রীমন্তপুর গ্রামের গোলাম হোসেন তার অপ্রাপ্ত মেয়ে রুমি আক্তারকে পার্শ্ববর্তী সোনাতলা গ্রামের বাবুল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দামের (২২) সাথে বিয়ে দেন। বিকালে অতিথিদের আপ্যায়ন করা হয়। খবর পেয়ে মেয়ের পিতা গোলাম হোসেনকে রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে ৭ দিনের জেল দেয়া হয়। উল্লেখ্য রুমি আক্তারের ১৮ বছর পূর্ণ হতে ৩ মাস বাঁকি ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন