শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহে নব্য জেএমবি’র ৭ সদস্যের রিমান্ড শুরু

ময়মনসিংহ অফিস | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ৪:০২ পিএম

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহে জঙ্গি আস্তানা থেকে আটক নব্য জেএমবি’র ৭ সদস্যের তিন দিনের রিমান্ড শুরু হয়েছে। তিনদিনের রিমান্ড শেষ হবে শনিবার। আজ বৃহস্পতিবার সকাল থেকে তাদের এ রিমান্ড শুরু হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ময়মনসিংহ প্রথম আদালতের ম্যাজিস্ট্রেটের আদালতে আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়।

এর আগে গত ৩ এপ্রিল ময়মনসিংহ নগরীর কালিবাড়ি এলাকার এক আইনজীবীর বাসা থেকে প্রচুর পরিমাণ জেহাদি বই, রাউটার ও বিভিন্ন সরঞ্জামসহ নব্য জেএমবি’র সাত সদস্যকে আটক করে পুলিশ।

পরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন