সিলেট অফিস : সিলেটে নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন বৈঠক থেকে জেলা পশ্চিম শিবিরের সভাপতিসহ ৭ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। গতরাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার হাঁটুভাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আজ শনিবার দুপুরে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আটককৃতদের কাছ থেকে বিপুল সরকারবিরোধী লিফলেটসহ ধর্মীয় উস্কানিমূলক বই পাওয়া গেছে। পয়লা বৈশাখে তাদের নাশকতার পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে উস্কানিমূলক লিফলেট ছিল তাদের কাছে।
আটককৃতরা হচ্ছেন- সিলেট জেলা পশ্চিম শিবিরের সভাপতি শাফায়াত আহমদ, উপজেলা শিবিরের সভাপতি হুমায়ুন আহমদ, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, জামায়াত নেতা সারোয়ার আহমদ, অলিউর রহমান ও আখতার হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন