শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ক্যারিয়ার

৩৮তম বিসিএস প্রিলির প্রস্তুতি

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বাংলা ভাষা ও সাহিত্য
শামসুল আলম
প্রভাষক
ক্যারিয়ার গাইডলাইন
প্রথম চেীধুরীর রচিত ‘চার ইয়ারী কথা’ কী জাতীয় গ্রন্থ?
ক) উপন্যাস খ) নাটকগ) রম্য ঘ) গল্প গ্রন্থ
সত্যেন্দ্রনাথ দত্ত রচিত নিচের কোনটি মৌলিক গ্রন্থ নয়?
ক) তীর্থ রেণু খ) বেলা শেষের গান
গ) সবিতা ঘ) বিদায় আরতি
তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি, পলায়ন পর কবি কে?
ক) জসীমউদ্দীন খ) কাজী নজরুলইসলাম
গ) জীবনানন্দ দাশ ঘ) অমিয় চক্রবর্তী
শামসুর রাহমান রচিত ‘কালের ধুলোয় লেখা’ কোন জাতীয় গ্রন্থ?
ক) কাব্য খ) গল্প গ) প্রবন্ধ ঘ) আত্মজীবনী
কোন বানানটি শুদ্ধ নয়?
ক) দরিদ্রতা খ) উপযোগিতা গ) শ্রদ্ধাঞ্জলি ঘ) উর্দ্ধ
‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ-
ক) সংসারী খ) সঞ্চয়ী গ) সংস্থিতি ঘ) সন্ন্যাসী
কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
ক) পাবক খ) বৈশ্বানর
গ) সর্বশুচি ঘ) প্রজ্জলিত
‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে-
ক) ফারসি ও ইংরেজি শব্দে খ) ফরাসি ও ইংরেজি শব্দে
গ) ফারসি ও ফরাসি শব্দে ঘ) ফারসি ও হিন্দি শব্দে
‘কাঁচি’ কোন ভাষার শব্দ?
ক) আরবি খ) ফারসি গ) হিন্দি ঘ) তুর্কি
ণ-ত্ব বিধি সাধরণত কোন শব্দে প্রযোজ্য?
ক) দেশি খ) বিদেশি
গ) তৎসম ঘ) তদ্ভব
‘পদ’ বলতে কী বুঝায়?
ক) কবিতার চরণ খ) যে কোন শব্দ
গ) প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু ঘ) বিভক্তি যুক্ত শব্দ বা ধাতু
‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’- এটা কোন ধরনের বাক্য?
ক) যৌগিক বাক্য খ) সাধারণ বাক্য
গ) মিশ্র বাক্য ঘ) সরল বাক্য
‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) দুল্+অনা খ) দোল্+না
গ) দোল্+আনা ঘ) দোলানা+অ
‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক) ফাসি খ) তুর্কি
গ) পর্তুগিজ ঘ) আরবি
‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক) পৃথ্বী খ) নীর গ) ক্ষিতি ঘ) অবনী
‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোনটি?
ক) সহ+চর+র্য খ) সহচর+চ
গ) সহচর+য ঘ) কোনটিই নয়।
তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে ‘না’ এর ব্যবহার হবে কী অর্থে?
ক) না-বাচক খ) হ্যাঁ বাচক
গ) বিস্ময় সূচক ঘ) প্রশ্ন বোধক
কোন বানানটি শুদ্ধ?
ক) সমীচীন খ) সমিচীন
গ) সমীচিন ঘ) সমীচিন
বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
ক) শব্দ খ) বর্ণ গ) ধ্বনি ঘ) চিহ্ন
‘মাধবীলতা’ উপন্যাসটির লেখক কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় √খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) প্রমথ চৌধুরী।
লোক রহস্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের লেখা?
ক) উপন্যাস খ) কাব্যগ্রন্থ
√গ) প্রবন্ধগ্রন্থ ঘ) কোনটিই নয়।
মৈমনসিংহ গীতিকা সংগ্রহের অন্যতম শ্রেষ্ঠ গীতিকা হিসেবে সমাদৃত-
ক) মহুয়া খ) মলুয়া গ) দেওয়ান ভাবনা √ঘ) দেওয়ানা মদিনা।
আহুতি, সনেট পঞ্চাশ্য, পদাচারণ গ্রন্থগুলি কার লেখা?
√ক) প্রমথ চৌধুরী খ) কবীর চৌধুরী
গ) বনফুল ঘ) আনিসুজ্জামান
ডড়সবহ’ং ঋবফবৎধঃরড়হ ভড়ৎ ড়িৎষফ ঢ়বধপব পৎবংঃ এটির সাথে জড়িত নিচের কোনটি?
√ক) সুফিয়া কমাল খ) বেগম রোকেয়া
গ) প্রমথ চৌধুরী ঘ) কবীর চৌধুরী
‘পরিকীর্ন পানশালায় আমার স্বদেশ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
√ক) রফিক আজাদ খ) আলাউদ্দিন আল আজাদ
গ) হুমায়ূন আহমেদ ঘ) হুমায়ন আজাদ
মরদনের কাব্যের নাম কী?
ক) সতীময়না খ) লোরচন্দ্রানী
√গ) নসিরানামা ঘ) কোনটিই নয়।
‘আনোয়ার’ কবিতাটি কার লেখা?
√ক) কাজী নজরুল ইসলাম খ) নজিবর রহমান
গ) ইসমাইল হোসেন সিরাজী ঘ) কোনটিই নয়।
উইলিয়াম কেরি কত সালে বাংলা বিভাগের অধ্যক্ষ হন?
ক) ১৯০৭ সালে √খ) ১৮০১ সালে
গ) ১৮৫৮ সালে ঘ) ১৮১৭ সালে
বাংলা একাডেমী প্রকাশিত ‘বিজ্ঞান বিশ্বকোষ’ এর প্রধন সম্পাদক কে ছিলেনÑÑ
ক) জাফর ইকবাল √খ) আবদুল্লাহ আল- মুতী
গ) জামিলুর রেজা চৌধুরী ঘ) কোনটিই নয়।
‘নানান দেশের নানান ভাষা’
‘বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা’ এই বিখ্যাত গানটি কে রচনা করেছেন?
ক) অতুল- প্রসাদ সেন খ) মদন মোহন তর্কালঙ্কার
√গ) নিধু বাবু ঘ) ফকির গরীবুল্লাহ্
‘আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার এ গানটির গীতিকার কে?
ক) জেমস্ √খ) শামসুর রাহমান
গ) শাফায়াত জামিল ঘ) কোনটিই নয়।
দৈনিক গণকন্ঠ- পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
√ক) আল মাহমুদ খ) সুকুমার রায়
গ) স্বর্নকুমারী দেবী ঘ) শ্রীকৃষ্ণ দাস
চার্যপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছিল?
√ক) ৪৬.৫টি খ) ৫০.৫ টি গ) ৫১ টি ঘ) ৫০ টি
‘জেনোসাইড, নিছক গনহত্যা নয়’ এই গ্রন্থটি কার লেখা-
ক) জহির রায়হান √খ) মফিদুল হক
গ) আসিফ রশীদ ঘ) শাহ্রিয়ার কবির
দত্তা উপন্যাসটির বিষয় বস্তু কী?
√ক) প্রেম খ) যুদ্ধ গ) দুর্বিক্ষ ঘ) স্বদেশী আন্দোলন
‘বাবুরাম বাবু’ চরিত্রটি কোন গ্রন্থ থেকে নেয় হয়েছে?
ক) নীলদর্পন √খ) আলালের ঘরের দুলাল
গ) চরিত্রহীন ঘ) রজনী
বাংলাদেশ সংবিধান গ্র্রন্থের লিপিকার কে?
ক) শিল্পী কামরুল হাসান √খ) শিল্পী আব্দুর রউফ
গ) আনোয়ারুল হক ঘ) শফিউদ্দিন আহমেদ
বেগম রোকেয়ার পিতার নাম কী ছিল?
ক) মসিহুজ্জামান সাবের খ) জহুরউদ্দীন সাবের
√গ) জহির উদ্দীন আবু আলী হায়দার সাবের
ঘ) আবদুর রহমান আবু জায়সাম সাবের
প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক?
√ক) উৎ+ভিদ খ) উদ+ভিদ
গ) উদ্+ভিদ ঘ) উত+ভিদ
‘হেক্টর বধ’ কোন উপাখ্যান অবলম্বনে রচিত?
√ ক) হোমারের ইলিয়ড খ) হোমারের ওডিসি
গ) ভার্জিনের ইনিদ ঘ) দান্তের ডিভাইন কমিডি
কবর কবিতায় কয়টি পংক্তি রয়েছে?
√ক) ১১৮টি খ) ১৩২টি গ) ৯৬টি ঘ) ১০২টি
‘দুধ-ভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াস-এর একটি-
ক) কাব্য খ) উপন্যাস
√গ) গল্পগ্রন্থ ঘ) নাটক
নিচের কোনটি সঠিক তা চিহ্নিন করুন।
ক) নন্দিত নরকে- মুহম্মদ জাফর ইকবাল
খ) আরেক ফাল্গুন- সেলিনা হোসেন
√গ) যদ্যপি আমার গুরু- আহমদ ছফা
ঘ) কবি- মানিক বন্দ্যোপাধ্যায়
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
√ক) মূর্ধন্য খ) মূর্ধণ গ) মুর্ধন্য ঘ) মুর্ধণ্য
সামাজিক নাটক কোনটি?
ক) ডাকঘর √খ) সধবার একাদশী
গ) নূর জাহান ঘ) রাবণবধ
কোনটি সঠিক?
ক) গোরা (গল্পগ্রন্থ) খ) শেষের কবিতা (নাটক)
√গ) জল পড়ে পাতা নড়ে (উপন্যাস) ঘ) শেষ প্রশ্ন (নাটক)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
md.aiyub Hossain ২৫ জুলাই, ২০১৯, ১২:৩০ পিএম says : 0
তীর্থ রেনু কী ধরনের গ্রন্হ?
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন