রাজশাহী ব্যুরো : আরবান পাবলিক এন্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় রাজশাহীতে ৬টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ করা হচ্ছে। গতকাল সকালে কাজলায় নির্মিত দেশের প্রথম সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমের উদ্বোধন করেছেন। ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আজাহার আলী, প্রকল্পের উপ-পরিচালক ড. জাকির হুসাইন, কাউন্সিলর কামরুজ্জামান, কাউন্সিলর শাহজাহান আলী, কাউন্সিলর তরিকুল আলম পল্টু। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জেবিননিছা সুলতানা। অনুষ্ঠানে রাসিকের কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এ প্রকল্পের আওতায় বাংলাদেশের ৬টি সিটি কর্পোরেশনে সর্বমোট ২০টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মিত হবে। এগুলোর প্রত্যেকটির নির্মাণ ব্যয় ১ কোটি টাকার অধিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন