স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিক্ষিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী পরিবারে বাল্যবিবাহের সংখ্যা খুবই কম। পক্ষান্তরে দরিদ্র পরিবারে বাল্যবিবাহের সংখ্যা অপেক্ষাকৃত বেশি। বাল্যবিবাহ রোধ করতে হলে দারিদ্র্য দূরীকরণে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণে সরকার বিভিন্ন রকমের সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশে একজন দরিদ্র মানুষ থাকলেও সরকার সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাবে। গতকাল রাজধানীর শিশু একাডেমিতে, একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও ডন ফোরামের যৌথ উদ্যোগে জাতীয় কৈশোর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিলÑ নিরাপদ কৈশোর, আলোকিত আগামী এবং স্লোগান হলো বাল্যবিবাহ বন্ধ করো, কিশোরী মাতৃত্ব রোধ করো। ডন ফোরামের চেয়ারম্যান মো: মাহবুবুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। আরো বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর সিনায়েট গেব্রেজিয়েভার। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো: ইকবাল আহমেদ, উদ্দীপনের নির্বাহী পরিচালক মো: ইমরানুল হক চৌধুরী প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন, সরকার বাল্যবিবাহ রোধে বদ্ধপরিকর। বাল্যবিবাহ বন্ধে সরকার কঠিন আইন প্রণয়ন করতে যাচ্ছে। এই আইনে বিবাহে মেয়েদের বয়স ১৮ বছরই থাকবে। শাস্তি ও জরিমানা বৃদ্ধি করা হয়েছে। বয়স প্রমাণে রোটারী পাবলিক গ্রহণযোগ্য হবে না। কিন্তু সব আইনেই বিশেষ কিছু ধারা থাকে। তিনি বলেন, কোনো সমস্যার সব দিক বিবেচনা করে আইন করা হয়। নতুন করে কোনো সমস্যা সৃষ্টি করা উচিত নয়। নতুন আইনের যথাযথ বাস্তবায়ন ও অপপ্রয়োগ বন্ধে সকলকে কাজ করতে তিনি আহ্বান জানান। সিনায়েট বলেন, প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ লাখ তরুণ বিভিন্ন রকমের শিক্ষায় শিক্ষিত হয়ে বের হয়ে বেকার হবে। বেকার তরুণদের কর্মসংস্থান না করতে পারলে যৌন হয়রানি বন্ধ করা কঠিন হবে। বেকার সমস্যা দূর করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন