শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নওয়াব চাটগাঁ রেস্টুরেন্টে ছাড় পাবেন রবি গ্রাহকরা

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারের স্বাদ পেতে রাজধানীর অভিজাত রেস্টুরেন্ট ‘নওয়াব চাটগাঁ’ রেস্টুরেন্টে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা। রবির ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহকদের এই বিশেষ সুবিধা প্রদান করতে সম্প্রতি রেস্টুরেন্টটির সাথে একটি চুক্তি সই করেছে অপারেটরটি। এ চুক্তির ফলে রবি গ্রাহকরা রেস্টুরেন্টটিতে ১০ শতাংশ ছাড় (৫০০ টাকার বেশি বিলের ক্ষেত্রে) উপভোগ করতে পারবেন। রাজধানীর গুলশানে অবস্থিত নওয়াব চাটগাঁ রেস্টুরেন্ট থেকে এ সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহক ‘সিএটি’ লিখে ১২১৩ নাম্বারে এসএমএস পাঠিয়ে তার নিজের অবস্থান জানতে পারবেন। রবি’র লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাক এর জেনারেল ম্যানেজার তওফিক ইমাম এবং নওয়াব চাটগাঁ’র ম্যানেজিং পার্টনার মোহাম্মদ শহীদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় নওয়াব চাটগাঁ’র পার্টনার মো. ওয়াসিউদ্দিন, মিসেস এলিটা করিম ও ম্যানেজার অপারেশনস মিসেস ইফাত এবং রবি’র লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাক এর ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন