নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : বহুল আলোচিত সেই অসম ও একতরফা প্রেমিক ফেরিওয়ালা আল-আমিনের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। কলেজ ছাত্রী দীপাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে তাকে এই ফাঁসির আদেশ দেয়া হয়েছে। গতকাল নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব আদালতে এই মৃত্যুদ-াদেশ ঘোষণা করেছেন।
জানা গেছে, নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের সৈয়দ সামসুজ্জামানের কন্যা সৈয়দা রিমভী আক্তার ছিল একজন সুন্দরী মেধাবী ছাত্রী। সে টাঙ্গাইলের করটিয়া কলেজের বিবিএ ১ম বর্ষে লেখা পড়া করতো। পক্ষান্তরে একই উপজেলার পাশ্ববর্তী কাজীরটেক গ্রামের মিয়ার উদ্দিনের মো: আল আমিন একজন ফেরিওয়ালা। স্কুল কলেজে যাওয়া আসার পথে ফেরিওয়ালা আল আমিন তাকে দেখে মুগ্ধ ও মোহিত হয়ে পড়ে। ফেরিওয়ালা আল আমিন দীপার চলাচলের পথে দোকান পেতে বসে তার দিকে তাকিয়ে থাকতো। এক পর্যায়ে সে দীপার একতরফা প্রেমে মত্ত হয়ে পড়ে এবং তাকে নিয়ে ঘর সংসার করারও স্বপ্ন দেখে। একথা দীপা ঘূনাক্ষরেও জানতে পারেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন