নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের সিধলী বাজারস্থ ইউনিয়ন বিএনপির অফিস আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কৈলাটী ইউপি চেয়ারম্যান বিএনপির নেতা রুবেল ভূইয়া জানান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা রবিবার বিকালে সিধলী বাজারে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিয়ে একপর্যায়ে বিএনপি অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
এ ব্যাপারে কৈলাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলীর মোবাইলে বারবার যোগাযোগ করলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন