শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

রিভেঞ্জ পর্নো বন্ধে ফেসবুকের নতুন টুল

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কারও অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যৌনতাপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার (রিভেঞ্জ পর্নো) বন্ধে পদক্ষেপ নিচ্ছে ফেসবুক। যারা ‘রিভেঞ্জ পর্নো’র শিকার হবেন তারা অভিযোগ করতে পারবেন। তাদের অভিযোগ করার জন্য পদক্ষেপ হিসেবে নতুন টুল চালু করতে যাচ্ছে ফেসবুক। বুধবার এ পদক্ষেপের কথা জানানো হয়। এখন থেকে কেউ রিভেঞ্জ পর্নোর শিকার হলে তিনি সহজেই অভিযোগ করতে পারবেন। ফেসবুক ব্যবহারকারীরা তাদের টাইমলাইনে প্রদর্শিত ছবিগুলোর পাশে একটি অপশন দেখতে পাবেন, এর মাধ্যমে এই ছবি অনুপযুক্ত; কারণ এটি ‘আমার নগ্ন ছবি’ এমন অভিযোগ করতে পারবেন। যদিও ২০১৫ সালে এক ঘোষণায় ‘প্রতিশোধের উদ্দেশে শেয়ার’ করা ছবি নিষিদ্ধ করে ফেসবুক। সেইসঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘন করে এ জাতীয় পোস্ট নিয়ে ব্যবহারকারীদের অভিযোগের সুযোগও দেয় ফেসবুক কর্তৃপক্ষ। নিষিদ্ধ করা ছবিগুলো বার বার শেয়ার হওয়া বন্ধে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালু করেছে ফেসবুক। একটি ফটো-ম্যাচিং সফটওয়্যার ফেসবুকের মূল নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার থেকে ছবিগুলো সংরক্ষণ করবে বলে জানায় প্রতিষ্ঠানটি। ফেসবুককে ওইসব নিষিদ্ধ ছবির একটি ডেটাবেজ তৈরি করতে হবে। যদিও এসব ছবি ঝাপসা করে দেয়া হবে।
স শিবলু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন