শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

একসঙ্গে ট্রুকলার ও গুগল

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের ভিডিও কলিং সেবাদানকারী অ্যাপ্লিকেশন গুগল ডুয়োর সঙ্গে মিলে ভিডিও কল করার সেবা চালু করেছে ডায়ালার বা কল করার জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন ট্রুকলার। গুগলের সঙ্গে অংশীদারিত্বের পাশাপাশি, ট্রুকলার সম্পূর্ণ নতুন ইন্টারফেস বা নকশার অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছে। উক্ত সেবা প্রদানের মাধ্যমে ডায়ালার, কলার আইডি এবং স্প্যাম রোধক অ্যাপ্লিকেশন হিসেবে ট্রুকলার বিশ^ব্যাপি ২৫০ মিলিয়ন ব্যবহারকারীর যোগাযোগের ক্ষেত্রে এক নতুন মাত্র যোগ করবে। ফোনে কারো নাম সংরক্ষণ না থাকলেও ট্রুকলার যেমনিভাবে ব্যবহারকারীকে যিনি কল করেছেন তার নাম জানিয়ে দেয় ঠিক তেমনি, ব্যবহারকারীরা এখন সহজেই নতুন টেক্সট ফিচারের মাধ্যমে জানতে পারবেন কে বা কারা তাকে টেক্সট ম্যাসেজ করেছে। এছাড়া অপ্রয়োজনীয় ম্যাসেজগুলো, স্প্যাম ম্যাসেজ হিসেবে আলাদাভাবে তালিকা করে রাখার সুবিধাও যুক্ত করা হয়েছে নতুন এ ফিচারটিতে। নতুন সুবিধার মধ্যে আরেকটি হচ্ছে ফ্ল্যাশ ম্যাসেজিং। যদি কেউ কোনো বিপদের সম্মুখীন হয় বা বাহিরে কোথাও অবস্থান করছেন কিংবা বাড়ি ফিরছেন, এমন মুহুর্তগুলো কাউকে জানানোর জন্য পূর্বনির্ধারিত ম্যাসেজ হিসেবে সংরক্ষণ করে সেগুলো যে কোনো ট্রুকলার ব্যবহারকারীকে কম সময় ব্যয় করে পাঠাতে পারবেন। ট্রুকলারের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা এলান মামেদী বলেন, “শুরু থেকেই আমরা একটি পণ্য তৈরির জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছি, যা বিশ্বজুড়ে ব্যবহারকারীর যোগাযোগ ব্যবস্থাকে সহজ করবে এবং কল করার ও অনাকাক্সিক্ষত নম্বর থেকে কল বা ম্যাসেজ আসার ক্ষেত্রে করণীয় দিকগুলো জানতে সাহায্য করবে। গুগলের মত গুরুত্বপূর্ণ সহযোগীর সঙ্গে আমরা আমাদের যাত্রার পরবর্তী ধাপে যেতে অত্যন্ত উৎসাহী। মোবাইল যোগাযোগ ব্যবস্থা একই ছাদের নিচে আনা এবং প্রত্যেকটি সেবার জন্য আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড করার ঝামেলা এড়াতে ব্যবহারকারীদের সবচেয়ে নিরাপদ, কার্যকরী এবং সহজলভ্য অভিজ্ঞতা প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ট্রুকলার সম্পর্কে আরো জানতে ভিজিট করুন িি.িঃৎঁবপধষষবৎ.পড়স -এ। এছাড়া ট্রুকলার অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে অ্যান্ড্রয়েড বা আইওএস-এর মত জনপ্রিয় অপারেটিং সিস্টেমে।

স আদনান রিয়াদ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন