স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে হেরে যেতে পারে এই আশঙ্কা থেকেই ভারতের বিরোধিতা শুরু করেছে। ‘আরো পাঁচ বছর ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে চুক্তি করে এসেছে শেখ হাসিনা’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভারত আমাদের ক্ষমতায় বসাবে না, বাংলাদেশের জনগণই আমাদের বসাবে।
গতকাল সোমবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। উপজেলার কুচিয়ামোরা এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।
বিএনপির ভারত বিরোধিতার সমালোচনা করে কাদের বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন, আন্দোলনে ব্যর্থ একটি দল। তারা এখন ভারত বিরোধিতার পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আমলেই তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদিত হবে। চুক্তির খসড়া প্রস্তুত, শুধু অনুমোদনের অপেক্ষায়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বার্থ আদায়ের। শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা পেয়েছে। এ সম্পর্কের মাধ্যমে ভারত বাংলাদেশের অমীমাংসিত সমস্যাগুলোরও সমাধান হবে।
মন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কের চলাচলরত যানবাহনের ফিটনেস এবং সার্টিফিকেট যাচাই-বাছাই করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি মামলা এবং ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন