শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে কলেজ প্রভাষককে ছুরিকাঘাত

ময়মনসিংহ অফিস | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১১:১৪ এএম

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহের গফরগাঁও মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কাজী জাকিয়া ফেরদৌসিকে ছুরিকাঘাত করেছে স্থানীয় কয়েক যুবক।

গতরাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ রাত সাড়ে ১১টার দিকে টিপু ও হৃদয় নামে ছুরিকাঘাত করা দু’যুবককে আটক করেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুবুল আলম জানান, ওই কলেজে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে টিপু ও হৃদয়সহ কয়েক যুবক পরীক্ষা হলে প্রবেশ করে। এ সময় তাদেরকে কক্ষ থেকে বের করে দেন ওই প্রভাষক।

এ ঘটনার জের ধরে ক্ষুব্ধ হয়ে টিপু ও হৃদয়সহ কয়েকজন কলেজ ক্যাম্পাসেই রাতে তার হাতে ছুরিকাঘাত করে। পরে ওই প্রভাষক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন