সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরায় দূর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহতের ঘটনায় মামলা দায়ের, আটক তিন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১:৩০ পিএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় দূর্বৃত্তদের গুলিতে নিহত যুবলীগ নেতা কবির হোসেনের মা আমেনা খাতুন বাদী হয়ে মঙ্গলবার সকালে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৪১। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ আরো কয়েকজনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। নিহত কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
সোমবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান কলেজ এলাকায় কবির হোসেনকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একইভাবে তার বাবা সিরাজুল ইসলামকে দুর্বৃত্তরা ২০১৩ সালের যুদ্ধাপরাধী কাদের মোল্যার ফাঁসির রাতে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর থেকে সিরাজুলের ছেলে কবির হোসেন সাতক্ষীরা শহরের রাজারবাগান সরকারি কলেজের পার্শ্ববর্তী একটি ভাড়াবাড়িতে বসবাস করতেন।
এদিকে, কবির হত্যা ঘটনায় পুলিশ মঙ্গলবার ভোরে সন্দেহভাজন তিন জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, সদর উপজেলার দক্ষিণ চুপড়িয়া গ্রামের মাহফুজুর রহমানের ছেলে ইয়াকুব আলী (৫৯), একই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দিলদার রহমানের ছেলে ইকবাল হোসেন (৪০) ও নারায়নজোল গ্রামের বাবর আলীর ছেলে ইমাম হোসেন (৩০)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, এ ঘটনায় পুলিশ রাতেই ৫ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসা বাদ শেষে তিনজনকে এ মামলায় আটক দেখিয়ে বাকি দু’জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় খুলনা’র অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব মঙ্গলবার সকালে সাতক্ষীরায় আসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন