সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাজীপুরে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১:৩৭ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের অস্ত্র মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার সকালে গাজীপুরের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন।
রায়ে একই সঙ্গে অন্য একটি ধারায় আসামিকে ১০ বছরে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম রেজাউল করিম ওরফে কালু (৩২)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাগানটুলি গ্রামের সাইফুর রহমানের ছেলে। গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, ২০১৩ সালে ১৩ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে সালনা হাইওয়ের পুলিশ পরিদর্শক মো. আলমগীর সিদ্দিকী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সাথী পরিবহনের একটি বাসে তল্লাশি করে টিকিটবিহীন যাত্রী রেজাউল করিম ওরফে কালুর কাঁধে থাকা ব্যাগ থেকে দুটি ৭.৬৫ বোরের পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি উদ্ধার এবং কালুকে গ্রেপ্তার করেন। পরে এ ব্যাপারে পরিদর্শক মো. আলমগীর সিদ্দিকী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
পরে কালিয়াকৈর থানা পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে মঙ্গলবার আদালতের বিচারক ওই রায় দেন।
রাষ্ট্রপক্ষে পিঁপিঁ মো. হারিজ উদ্দিন আহমেদ ও আসামি পক্ষে আইনজীবী নাজমুল হক চৌধুরী বিপ্লব মামলাটি পরিচালনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন