স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, ইসলাম-বিদ্বেষী গোষ্ঠী ছদ্মবেশ ধারণ করে নানা উপায়ে দেশ, ইসলাম, মুসলমান ও সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদের বহু পুরনো মিশন নতুন আঙ্গিকে শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, যেসব মিথ্যাবাদী, সন্ত্রাসবাদীদের কারণে সরকার আঘাতপ্রাপ্ত হয় তারা কি সরকারানুরাগী হতে পারে? তিনি বলেন, সন্ত্রাস, নৈরাজ্য, সঙ্কট, সঙ্ঘাত, উগ্রপন্থা, চরমপন্থা, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে এবং নাস্তিক্যবাদী জঙ্গি গোষ্ঠীর গোঁড়ামির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।
মুফতী ফয়জুল্লাহ আরও বলেন, কওমী মাদরাসা দাওরায়ে হাদীসের সনদের প্রশংসিত মান ঘোষণা ও গ্রীক মূর্তি অপসারণের ব্যাপারে প্রধানমন্ত্রীর নন্দিত অবস্থান ব্যক্ত করার পর সরকারের শরীক দলের নেতা ইনু-মেননসহ বামপন্থীদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা বিকারগ্রস্ত মানুষের ন্যায় দেশের শীর্ষ আলেম, মুহতারাম আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফীকে জঘন্যভাবে আক্রমণ করে যাচ্ছে। গণমাধ্যমে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে। জনগণকে ইসলামের মৌল বিশ্বাস ও চেতনা থেকে দূরে সরানোর লক্ষ্যে কাজ করছে। সরকারের দায়িত্ব এসব পাপের নায়ক-নায়িকাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, মন্ত্রী পরিষদ থেকে তাদের অপসারণ করা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন