সাভার (ঢাকা) থেকে স্টাফ রিপোর্টার : সাভারে আনুমানিক ১৭ বছরের এক অজ্ঞাত পরিচয় তরুণের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ এপ্রিল) সকালে উপজেলার বলিয়ারপুরের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই জঙ্গলে তরুণের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাভার মডেল থানায় খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, ওই তরুণকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করতে জঙ্গলে ফেলে রেখে গেছেন দুর্বৃত্তরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন