শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মুকসুদপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ৫:২৯ পিএম

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে আওয়াল মাতুব্বর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত পাঁচজন। আজ সোমবার দুপুরে মুকুসদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে শেখ ও মাতুব্বর বংশের মধ্যে এ সংঘর্ষ হয়।

মুকসুদপুরের জলিরপাড় বাজার পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল মাতুব্বর ও প্রতিপক্ষ পরাজিত সদস্য পদপ্রার্থী মান্দার শেখের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে সকালে দেশি অস্ত্র নিয়ে গঙ্গারামপুর স্লুইসগেট এলাকায় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নজরুলের সমর্থক আওয়াল ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন দু’পক্ষের অন্তত ২০ জন। এসময় পাল্টা-পাল্টি হামলায় কিছু বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে এবং টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন