স্টাফ রিপোর্টার : বাংলাদেশে চাকরি পেতে হলে সবাইকে ঘুষ দিতে হয়Ñ অভিযোগ করে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ঘুষ ছাড়া চাকরি পেয়েছেন, এমন কাউকে পেলে তিনি তাকে সংবর্ধনা দেবেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক সমাবেশে সিপিবি সভাপতি এ কথা বলেন। ঘুষ ছাড়া চাকরির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার আগে এই সমাবেশ করে সিপিবির যুব সংগঠন যুব ইউনিয়ন। প্রধান অতিথির বক্তব্যে সেলিম বলেন, উচ্চশিক্ষিত বা শিক্ষাবঞ্চিত মানুষ যেই হোক না কেন, বড় কর্মকর্তা থেকে শুরু করে পিয়নের চাকরি হোক, ঘুষ ছাড়া চাকরি পেয়েছে- এই রকম লোকের খোঁজ পেলে তার ছবি প্রেসক্লাবের সামনে তিনি সাঁটিয়ে রাখবেন।
মন্তব্য করুন