খুলনা ব্যুরো : ১৯৭১ সালে ৮ জনকে নির্যাতন করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ মামলায় খুলনার ডুমুরিয়া থেকে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলায় মোট ১১ জন আসামি রয়েছেন। এদের মধ্যে ৭ জনকে খুলনা থেকে ও ২ জনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত খুলনায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, আব্দুর রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. শাজাহান (৬৮), করিম শেখ (৬৮), আবু বকর (৬৭ ) ও রওশন আলী গাজি (৭২)। এদের সবার বাড়ি জেলার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন