শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সিলেটে বোমা হামলায় নিহতদের অনুদান ঘোষণা

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

প্রধানমন্ত্রীকে স্থানীয় আ.লীগের অভিনন্দন
সিলেট অফিস : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ীস্থ আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে বোমা হামলায় নিহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম অপু এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম। তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
গতকাল শুক্রবার সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসিত সেলিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা আক্তারসহ ওয়ার্ড আওয়ামী লীগের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও অপর এক বার্তায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা হাজী হেলাল বকস, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান সহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন