স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী ছাত্রদল অভিযোগ করেছে, সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বলেন, হামলা-মামলা-পুলিশ এই তিনে এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে বর্তমান জবর দখলকারী এই অবৈধ সরকার।
বিবৃতিতে তারা বলেন, তাদের আক্রমণে পুরোপুরি পর্যুদস্ত দেশের সচেতন ছাত্রসমাজ থেকে শুরু করে আপামর জনগণ। সরকার ছাত্রদলের নেতা-কর্মীদের দমন করার অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র নেতা-কর্মীদের মাঠে নামিয়েছে।
ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন বশিরকে তার কুমিল্লার বাড়ি থেকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেয়া হয়।
ছাত্রদল নেতৃদ্বয় অবিলম্বে বশিরের মুক্তি দাবি করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সরকারের নাগপাশ থেকে নিজেদেরকে মুক্ত করে জনগণের পক্ষে কাজ করতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন