শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চট্টগ্রামে বিমানযাত্রীর কাছ থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি বিমান থেকে ৬০টি সোনার বারসহ একজনকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক মোহাম্মদ সাইফুদ্দিন (৩৩) রাউজান উপজেলার গহিরার বাসিন্দা।
শনিবার রাত পৌনে ৮টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহ আমানতে আসার পর তার ট্রলি ব্যাগ তল্লাশি করে এসব সোনার বার পাওয়া যায় বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রবীন্দ্র চন্দ্র সিংহ। তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামে আসা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটের এক যাত্রীর কাছে সোনার বার রয়েছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এরপর যাত্রী সাইফুদ্দিনের ট্রলি ব্যাগে ৬০টি সোনার বার পাওয়া যায়।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন