বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

স্ক্র্যাচ ও ডাস্ট প্রুফ ওয়ালটন ফোন

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ওয়ালটন ব্র্যান্ডের ‘প্রিমো ইএফ৫’ সিরিজে এবার যুক্ত হলো অ্যান্ড্রয়েড মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন ‘ইএফ৫-হার্ড টিপি’। মাল্টি টাস্কিং বৈশিষ্ট্যের নতুন এই স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো অত্যাধুনিক প্রযুক্তির ৩ স্তর বিশিষ্ট ডিসপ্লের ব্যবহার। যা মোবাইলের স্ক্রিনকে আঁচড় পড়া এবং এর ভেতরে ধুলাবালি প্রবেশ থেকে রক্ষা করবে। পাশাপাশি, বিভিন্ন ধরনের আঘাত থেকে সাধারণ ডিসপ্লের তুলনায় এই ফোনের ডিসপ্লেকে তিনগুণ বেশি সুরক্ষিত রাখবে। এছাড়াও, ২.৫ডি কার্ভড (বাঁকানো) ডিসপ্লে প্যানেল ব্যবহারের ফলে স্ক্রিন টাচে গ্রাহক আরো বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের নতুন এই স্মার্টফোনটি চলতি মাসের ১৭ তারিখ থেকে সারা দেশে বিস্তৃত ওয়ালটন প্লাজা ও ব্রান্ডেড আউটলেটে পাওয়া যাচ্ছে। ক্রেতাদের রুচি ও চাহিদার ভিন্নতা অনুযায়ী কালো, সোনালি ও কফি- এই তিনটি আকর্ষণীয় রঙে ছাড়া হয়েছে নতুন মডেলের এই স্মার্টফোনটি। যার দাম ধরা হয়েছে ৪ হাজার ৫৫০ টাকা। স্মার্টফোনটিতে থাকছে ১৫ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি। ওয়ালটন সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান বলেন, প্রিমো ‘ইএফ৫-হার্ড টিপি’ স্মার্টফোনে অত্যাধুনিক প্রযুক্তির ৩ স্তর বিশিষ্ট ডিসপ্লে প্যানেল থাকায় গ্রাহকদের আলাদা করে ‘স্ক্রিন প্রোটেকটর’ ব্যবহার করতে হবে না। এতে করে গ্রাহকের যেমন অর্থ সাশয় হবে, তেমনি ফোনে মিলবে বাড়তি সুরক্ষা।
স শিবলু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন