চট্টগ্রাম ব্যুরো : নগরীর চকবাজার থানার সিরাজউদ্দৌলা রোডে নিয়ন্ত্রণ হারিয়ে পাজেরো (হুন্ডা সিআরভি) উল্টে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। গতকাল (সোমবার) বিকেলে প্যারেড মাঠের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত জাহিদুল ইসলাম (২৮) চকবাজার থানার দেওয়ানবাজার এলাকার ছোটমিয়া চৌধুরী লেইনের আবদুল খালেকের পুত্র। পুলিশ জানায়, তিনি কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকার কর্ণফুলী ফিলিং স্টেশনের মালিক।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গৌরিলাল চাকমা বলেন, নিজেই পাজেরোটি চালিয়ে চকবাজার থেকে আন্দরকিল্লার দিকে যাওয়ার পথে প্যারেড মাঠের পূর্ব পাশে গাড়ি উল্টে গুরুতর আহত হন তিনি। বেলা ৪টায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন