রাজশাহী ব্যুরো : শপথ নিতে এসে রাজশাহীর তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র যুবদল নেতা মিজানুর রহমানকে আটক করা হলো। গতকাল বুধবার দুপুরে শিল্পকলা একাডেমী যাবার পথে মহানগরীর সাহেব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকেল ৩টায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেয়র হিসেবে শপথ গ্রহণের কথা ছিল তার। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে আটকের তথ্য নিশ্চিত করেন। আটক মিজানুর রহমানের বিরুদ্ধে ২০১৫ সালের ৫ জানুয়ারির পর সরকার বিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলা রয়েছে।
মন্তব্য করুন