শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জনগণের স্বার্থ বিবেচনায় রেখে বিভিন্ন দূতাবাসের সামনের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেজবাউল ইসলাম। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশান-২ নম্বরে অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার সময় তিনি এ কথা বলেন।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, দূতাবাসের সামনের ফুটপাতগুলো দখলমুক্ত করার ফলে এখন মানুষ হাঁটাচলা করতে পারবেন। জনগণের চলাচল নির্বিঘœ করতেই আমাদের এ উদ্যোগ। আর তাই জনগণের স্বার্থ বিবেচনায় রেখে বিভিন্ন দূতাবাসের সামনের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চলছে। তিনি বলেন, অভিযানের শুরুতেই আমরা অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে থেকে ট্রি-প্লান্টগুলো সরিয়ে একটি ফুটপাত দখলমুক্ত করেছি। দূতাবাসের আরেকটি ফুটপাতে কিছু পিলার রয়েছে, যা মাটির নিচে ৬ ফুট পর্যন্ত দাবানো। তাই এগুলো একদিনে সরানো সম্ভব নয়। অস্ট্রেলিয়ান দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৭ মে’র মধ্যে এ পিলারগুলো সরিয়ে নেবে।
তিনি আরো বলেন, দূতাবাস কর্তৃপক্ষকে আমরা নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি। তাদের আমরা বলেছি, উচ্ছেদ অভিযান সম্পূর্ণ হলে দূতাবাসের সামনে একটি পুলিশ বক্স হবে। যাতে করে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায়। এছাড়া ফুটপাতগুলোতে সৌন্দর্য বর্ধনের কাজও আমরা করব। এসব উচ্ছেদ অভিযানে দূতাবাসগুলোর সম্মতি আছে বলেও তিনি জানান।
এ সময় ডিএনসিসির প্রধাম প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ আনোয়ারুল ইসলামসহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন