শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত নেতাদের স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এবং  উত্তর-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান ও সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল- ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান হয়।  অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, বর্তমান ভয়াবহ দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর আন্দোলন সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা শামসুল হুদা, মোহাম্মদ মোহন, মো: ফরিদ উদ্দিন, হাবিবুর রশীদ হাবিব, আলী রেজাউর রহমান রিপন, এম এ হান্নান, জামিলুর রহমান নয়ন, আকবর হোসেন ভূঁইয়া নান্টু, তানভীর আহমেদ রবিন, সাইফুল ইসলাম পটু ও রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।
উত্তরের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন-বিএনপি নেতা এ জি এম শামসুল হক, নুরুন্নবী চৌধুরী, আকতার হোসেন ও মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ।
স্বেছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ, রফিক হাওলাদার, মাহবুব আলম, সফিউদ্দিন সেন্টু, নজরুল ইসলাম এবং উত্তর শাখার স্বেচ্ছাসেবক দল নেতা সাহাবুদ্দিন মুন্না, মাহবুবুল আলম মন্টু, জমির হোসেন, এমদাদুল হক ও তারিকুল আলম তেনজিং প্রমুখ।
একই স্থানে কবি নজরুল সরকারী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ এবং সাংগঠনিক সম্পাদক সামিউল আলম পলাশের নেতৃত্বে ছাত্র নেতৃবৃন্দ ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন