সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাওর অঞ্চলকে দুর্যোগপ্রবণ ঘোষণা করতে হবে -খেলাফত যুব আন্দোলন

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেটসহ হাওরের ক্ষতিগ্রস্ত এলাকাকে জাতীয় দুর্যোগপ্রবণ অঞ্চল ঘোষণা করে অবিলম্বে হাওরবাসীকে রক্ষায় রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি উদাত্ত আহŸান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মদ আব্দুর রহীম। গতকাল জেলা শহরের একটি হোটেলে সংগঠনটির উদ্যোগে জেলার হাওরাঞ্চলের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে করণীয় বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের প্রতি এ আহŸান জানান। সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন মাওলানা আবিদুল্লাহ, মাওলানা আব্দুল হান্নান, হাফেজ মাও. আনোয়ার হুসাইন খান, হাফেজ আব্দুল মোতালিব, মো. মাজহারুল ইসলাম, হাফেজ জাকারিয়া রাহী প্রমুখ।
বক্তারা বলেন, ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা পানির ঢলে নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেটসহ হাওর এলাকাগুলোর বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল হারিয়ে কৃষকরা আজ নিঃস্ব। পানি দূষিত হয়ে হাওরের মাছ মরে ভেসে উঠছে। কাজ ও খাদ্যের অভাবে হাওরবাসীর মাঝে চলছে হাহাকার। বক্তারা আরো বলেন, হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও গাফিলতি এবং অতি মুনাফালোভী ঠিকাদারদের লুটপাটের মানসিকতার কারণে সময়মতো সঠিকভাবে বাঁধ নির্মাণ না করায় বাঁধ ভেঙে গেছে। দুদকের উচিত, এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। বক্তারা বন্যাদুর্গত হাওরবাসীর পাশে এনজিওগুলো না দাঁড়ানোয় চরম ক্ষোভ প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন