সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬ নং রমজাননগর ইউনিয়নে গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে পূর্ব রমজাননগর প্রাইমারি স্কুল কেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আকবর আলী। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি জানিয়ে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত চেয়ারম্যান পদের নির্বাচনে ৯টি ওয়ার্ডে ঘোড়া প্রতীকের প্রার্থী শেখ আল মামুনের চেয়ে ধানের শীষ প্রতীকে ১৮ ভোট বেশি পেয়ে আমি নির্বাচিত হই। কিন্তু শেখ আল মামুনের নিজ গ্রামের বাড়ি ৪ নং ওয়ার্ডের কেন্দ্রের রেজাল্ট শীটে ফ্লুইড মেরে ফলাফল পাল্টে দেয়া হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনে দরখাস্ত করলে তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন ওই কেন্দ্রে পুনঃভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। সে অনুসারে গত ১৬ এপ্রিল উক্ত ৪ নং ওয়ার্ডে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, পুনঃনির্বাচনী তফসিল ঘোষণার পরে শেখ আল মামুন ও তার লোকজনের বাধার মুখে আমি রমজাননগর গ্রামে একদিনও গণসংযোগ করিতে পারিনি। তাছাড়া ভোটের আগের রাতে কতক সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার প্রার্থী মামুনের বাড়ীতে রাতযাপন করে ভোট কারচুপি ও গণনার বিষয়ে গোপন ষড়যন্ত্র করে। সে কারণে কেন্দ্রের বুথের গোপনীয়তা নষ্ট করে ভীতির মধ্যে ফেলে আমার ভোটারদের ঘোড়া প্রতীকের পক্ষে ভোট দিতে বাধ্য করা হয়। এ ব্যাপারে আমার এজেন্টের পক্ষ থেকে ও আমি নিজে লিখিত আপত্তি দিলেও প্রিজাইডিং অফিসার কোন ব্যবস্থা গ্রহণ না করে আমার প্রতিপক্ষকে সুযোগ দান অব্যাহত রাখে। এরপরও সাহসী ভোটাররা ধানের শীষ প্রতীকে বিপুল পরিমাণ ভোট প্রদান করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন