শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভালুকায় ট্রাক ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ৩:০০ পিএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও নারীসহ ২জন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম ফিকুল ইসলাম (২৬)। তিনি ময়মনসিংহের সদর থানার চর ঈশ্বরদী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন সড়কের বাগরাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (উপপরিদর্শক) আবুল খায়ের জানান, ঢাকাগামী ট্রাক ও উল্টো পথে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর শফিকুল মারা যান।
আহতরা হলেন, ময়মনসিংহ কতোয়ালী থানার চরঈশ্বরদী গ্রামের জহির উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩০) ও গফরগাঁও উপজেলার রাগাইচুটি গ্রামের আব্দুল আলীমের স্ত্রী হেনা আক্তার (৪৫)।
তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপটিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন