শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অস্ত্র উদ্ধারের সময় সন্ত্রাসী গুলিবিদ্ধ, ৩ পুলিশ আহত

খুলনা ব্যুরো খুলনায় | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ২:২২ পিএম

খুলনা ব্যুরো : খুলনার অস্ত্র উদ্ধারের সময় গোলাগুলির ঘটনায় সন্ত্রাসী আব্দুর রহিম (২৯) দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার ভোরে মহানগরীর শিল্প ব্যাংকের পেছনের এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে এ গোলাগুলি হয়।

আব্দুর রহিম ৫ নম্বর মাছ ঘাট এলাকার মোশারফের ছেলে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আব্দুর রহিমকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার কাছে অবৈধ অস্ত্র আছে। এরপর ভোরে শিল্প ব্যাংকের পেছনের এলাকা থেকে ৪ রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি উদ্ধার করা হয়। এসব উদ্ধার করে নিয়ে আসার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে তার লোকজন। এক পর্যায়ে পুলিশও গুলি ছুড়ে। আব্দুর রহিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছুড়ে। এতে তার দুই পায়ে গুলি লাগে। এ ঘটনায় একজন এসআই, একজন এএসআই ও একজন কনস্টেবল আহত হয়েছেন বলে ওসি দাবি করেন।

তিনি বলেন, আব্দুর রহিমের বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা, একটি অস্ত্র মামলা ও দুটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। অভিযানের নেতৃত্ব দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাইমিনুর রশিদ।

গুলিবিদ্ধ আব্দুর রহিমকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন