শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

দেশকে ৪ প্রদেশে ভাগ করার নির্দেশনা চেয়ে রিট

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ৪টি প্রদেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ওই আইনজীবী। একইসঙ্গে রিট আবেদনের রুল শুনানি না হওয়া পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় শহরে ৮টি সার্কিট বেঞ্চ গঠনে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে। রিট আবেদনে বলা হয়, ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দেশে চারটি প্রদেশ হলে জনগণ বিভিন্ন প্রদেশে ভাগ হয়ে যাবে। ঢাকা বসবাসের উপযুক্ত হয়ে গড়ে উঠবে। রিট আবেদন আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, সংবিধানের ৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। সেই ঢাকাকে সংবিধান সংশোধন না করে দুই ভাগে ভাগ করা হয়। এভাবে বাংলাদেশকে ৪টি ভাগে ভাগ করে প্রদেশ করা সরকারের ইচ্ছা থাকলেই সম্ভব। আবেদনটি বিচারপতি তারিকুল হাকিম এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর আদালতে শুনানি হতে পারে বলে জানিয়েছেন ওই আইনজীবী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন