শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গলাচিপা শিক্ষা অফিসের হিসাব রক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গলাচিপা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : শনিবার গলাচিপা শিক্ষা অফিসের হিসাব রক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারি পরিচালক, পাঠ্যক্রম ও গবেষনা শাখার আবদুল ওহাব মিয়া তদন্ত করেন। ভুক্তভোগী শিক্ষক ও মৃত শিক্ষকদের স্বজনদের অভিযোগ ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের ভিত্তিতে এ তদন্ত করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান। এদিকে অভিযুক্ত ইউডিএ কাম হিসাব রক্ষক নিধির রঞ্জন দাসের উপস্থিতিতে এ তদন্ত অনুষ্ঠিত হওয়ায় প্রকৃত সত্য উদঘাটন না হওয়ার আশংকা করছেন অভিযোগকারীরা। এ কারণে অভিযোগকারী অনেক শিক্ষক তদন্তানুষ্ঠানে উপস্থিত হননি। তবে তদবিরবাজ শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সূত্র জানায়, এ তদন্ত হওয়ায় দু’দিন আগে থেকেই অভিযোগকারীরা তদন্তস্থলে যাতে উপস্থিত না হয় তাদের ম্যানেজ করতে মাঠে নামানো হয় সহকারি শিক্ষা কর্মকর্তাদের। নাম প্রকাশ না করার শর্তে অনেক শিক্ষক জানান, জাতীয় স্কেল-২০১৫ এর বেতন নির্ধারণ, শিক্ষা ভাতা, ইনক্রিমেন্ট সিইনএড পাসের বর্ধিত বিল, বকেয়া, পেনশন, মাতৃত্বকালীন ছুটিসহ সব কাজেই গলাচিপা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ দিতে হয়। উপজেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক নিধির রঞ্জন দাসের বিরুদ্ধে শিক্ষকরা অভিযোগ করেন। পটুয়াখালী জজ কোর্টের সিনিয়র আইজীবী আবুল কালাম আজাদ অভিযোগ করেন, তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসা. হাসিনা বেগমের পেনশনের ফাইল আটকে ঘুষ দাবি করেন। পূর্ব গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের এলপিআরের কাগজপত্র প্রস্তুত করার জন্য টাকা দাবি করেন। দুইবার ষ্ট্রোক করা ওই শিক্ষক এ কথা শুনে চা দোকানে গিয়ে অন্য সহকর্মীদের সাথে এ বিষয়ে আলাপ করার সময় সংজ্ঞা হারিয়ে ফেলেন। শিক্ষক শুনীল চন্দ্র শীল, প্রধান শিক্ষক জালাল আহমেদ, মৃত শিক্ষক সেকান্দার আলী মোল্লার ছেলের কাছ থেকে পেনশনের ফাইল করার জন্য প্রত্যেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন