শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোদাগাড়ীতে জামায়াত নেতা সাবেক পৌর মেয়র গ্রেফতার

গোদাগাড়ী রাজশাহী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ৬:১০ পিএম

গোদাগাড়ী রাজশাহী উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীর পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলামকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানার পুলিশ। আজ শনিবার রাত ৮টার দিকে গোদাগাড়ীর ডাইংপাড়া এলাকার তার একটি মোটর সাইকেলের শোরুম থেকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহী জেলা কর্ম পরিষদের সদস্য এবং পৌর জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানায়, ডাইংপাড়া এলাকার মাওলানা সইবুর রহমান মার্কেটে সাবেক পৌর মেয়র আমিনুল ইসলামের মাহিন্দ্রা মোটর সাইকেলের একটি শো রুম আছে। শনিবার রাত আটটার দিকে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। জানা যায়, ২০১৩ সাল ৩রা মার্চ সাঈদীর রায়ের বিরোধিতা করে গোদাগাড়ীতে নাশকতার মামলার আসামী হয়েছিলেন আমিনুল ইসলাম। ওই মামলায় জামিনেও ছিলেন তিনি। আটকের বিষয়টি এ প্রতিবেদকে নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সি। তিনি বলেন, শনিবার ডাইংপাড়া এলাকায় তার মোটরসাইকেল শোরুম থেকে আটক করা হয়েছে। তাকে সন্ত্রাস ও নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
S. Anwar ৩০ এপ্রিল, ২০১৭, ৮:১৩ পিএম says : 0
ইশ্.! বেচারা জামিনে আইয়াই যুদি আওয়ামী লীগের কাউয়া অইয়া বইয়া থাকতো.!!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন