চট্টগ্রাম ব্যুরো ঃ সরকার নির্ধারিত ভর্তি ফি’র বাইরে আদায়কৃত অতিরিক্ত অর্থ ১০ দিনের মধ্যে ফেরত দেয়ার জন্য বেসরকারি স্কুলগুলোর প্রতি নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল (বুধবার) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। নগরীর সকল বেসরকারি স্কুল প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ভর্তি ফি বাবদ আদায়কৃত অতিরিক্ত অর্থ অভিভাবকদের কাছে ফেরত দেয়ার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, তা না হলে তালিকাভুক্ত এসব স্কুলের পাঠদান ও স্বীকৃতি বাতিলের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করতে বাধ্য হবো। বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলত-উজ-জামান খান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক আবুল মনসুর ভুঁইয়া, বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন