শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২০। এ বয়সেই আমার মাথার চুলগুলো ফাঁকা হয়ে গিয়েছে। এবং চুলগুলো ফেটে যাচ্ছে। এতে আমার সৌন্দর্যহানি হয়েছে। আমি দ্রæত মাথার চুল গজাক, চাচ্ছি।
Ñ সোমা। নিকেতন। গুলশান।
উ : বর্তমানে চিকিৎসার চুল গজানো সম্ভব। এবং-চুলের ফেটে যাওয়াও বন্ধ করা সম্ভব। এতে কোনো পার্শ্ব-ক্রিয়া নেই। আপনি দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্ম নিন।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৫৫। বিবাহের সময় আমি শারীরিকভাবে খুব সক্ষম ছিলাম। কিন্তু বর্তমানে আমার লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে। দ্রæত বীর্য-স্খলন হয়ে যায়। এতে আমি বিব্রত বোধ করছি। তাই স্থায়ী সমাধান চাচ্ছি।
Ñআফজাল। পল্লবী। ঢাকা।
আপনি সম্ভবত: পুরুষত্বহীন হয়ে পড়েছেন। শরীর ও মন সুস্থ থাকলে বয়স কোনো সমস্যা নয়। বর্তমানে চিকিৎসায় কোনো পাশ্ব-ক্রিয়া ছাড়াই পুরুষত্বহীনতা নির্মূল করা সম্ভব। একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩৮। আমার মুখে অনেক বয়সের চিহ্ন পড়েছে। আমার মুখশ্রী নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার মুখের ত্বক পূর্বাবস্থায় ফিরে যেতে চাই।
Ñসুরাহা বেগম। কুয়াকাটা। পটুয়াখালী।
উ : আর কোনো ভাবনা নেই। মেসোথেরাপির মাধ্যমে আপনার মুখশ্রী পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এতে কোনো পার্শ্ব-ক্রিয়া নেই।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩২ আমার, দুপায়ের তালু ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। কোনো ওষুধেই কাজ হচ্ছে না। আপনার কাছে এর কোনো চিকিৎসা আছে কি?
Ñসালমা। সিলেট সদর। সিলেট।
উ: পা-ফাটা এখন আর কোনো সমস্যা নয়। বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে অল্প সময়েই এটি নির্মূল করা সম্ভব। এতে নেই পার্শ্ব-ক্রিয়া।
ষ ডা. একেএম মাহমুদুল হক খায়ের।
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৭১৯২১৯৪২৯, ০২৯৩৪২৮৭৬।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন