বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাই এখন দলের মধ্যে আর কোন বিভাজন সৃষ্টি না করে নেতাকর্মীকে জনগনের কাছে যেয়ে তাদের সুখ-দুখের সাথি হতে হবে। মনে রাখতে হবে জনগনই সকল ক্ষমতার মালিক। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হলে ঐক্যবদ্ধভাবে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে।কেন্দ্রীয় কমিটির সদস্য ও মোরেলগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতি আমিরুল আলম মিলন বাগেরহাটের মোরেলগঞ্জে শুক্রবার সকালে উপজেলার ১৬ ইউনিয়নের এক সাংগঠনিক সভায় বক্তব্য রাখছিলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কারও বিদ্রোহী হবার সুযোগ নেই। দলীয় নেত্রী ও বাছাই বোর্ড যাকে নমিনেশন দিবেন তার হয়েই সকলকে মাঠে কাজ করতে হবে।
শুক্রবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদারও বক্তব্য রাখেন। এছাড়াও সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিন দত্ত, নাসির উদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মাস্টার আব্দুস সাইদ, পৌর আ. লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন