মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : পূর্ব সুন্দর বনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর জুমরার খাল এলাকায় র্যাব-৮ এর অভিযানে জলদস্যু ‘বড় ভাই’ বাহিনীর দুই সদস্য আটক হয়েছে। এসময় ৪টি দেশী বিদেশী আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেন র্যাব সদস্যরা।
আটক জলদস্যুরা হলো রামপাল উপজেলার সুলতানিয়া গ্রামের আবু তালেব শেখের ছেলে খলিল শেখ ওরফে রাঙ্গা মিয়া (৩২) ও একই উপজেলার কালিকা প্রসাদ গ্রামের মৃত কাওছার আলী মোল্লার ছেলে নজরুল ইসলাম মোল্লা (৪২)।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবনের জুমরার খাল এলাকায় জলদস্যু ‘বড় ভাই’ বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা আজ দুপুর সাড়ে বারটায় এ অভিযান শুরু করেন।
রড় ভাই বাহিনীর সদ্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব তাদের ধাওয়া করে দুই দস্যুকে আটক করে। এসময় তাদের কাছ খেকে দেশী-বিদেশী ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গোলাবারু উদ্ধার করে।
সাম্প্রতিক কালে সুন্দরবনের শিবসা, আড়পাঙ্গাসিয়া, ছোটকলাগাছিয়া নদী, খুলনা এবং চাঁদপাই রেঞ্জের বিভিন্ন চর অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নৃশংস ডাকাতি করে আসছিলো এই দস্যু বাহিনীটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন