কুষ্টিয়া জেল সংবাদদাতা : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মানুষ এখন অনেক সচেতন। যাদের সামাজিক অবস্থান আছে, তারা বিএনপির মত একটি ঘৃণিত দলের পক্ষে থাকতে চাচ্ছেন না। সেই কারণে কিছু কিছু জায়গায় বিএনপি প্রার্থী দিতে পারেনি। প্রার্থী দিতে না পারা বিএনপির ব্যর্থতা।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিংকর চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম প্রমুখ। এর আগে কৃষি ও প্রযুক্তি মেলা উপলক্ষে র্যালি বের হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন