কক্সবাজার অফিস : ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষ্যে কক্সবাজার বায়তুশ শরফের দু’দিন ব্যাপী মাহফিল আজ শুরু হচ্ছে। জেলার বৃহত এই দ্বীনি মাহফিলকে ঘিরে দ্বীনদান মুসলমানদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। বায়তুশ শরফের প্রাণ পুরুষ পীর সাহেব বায়তুশ শরফ বাহারুল উলুম আল্লামা কুতুব উদ্দিন (মুদ্দাজজিল্লাহুল আলী) বায়তুশ শরফ কমপ্লেক্সে তশরীফ এনেছেন। বৃহষ্পতিবার বাদ ফজর থেকে মাহফিলের মুল কার্যক্রম শুরু হবে।
কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম জানান, আল্লাহর মেহেরবাণীতে মাহফিলের প্রস্তুতি প্রায় সমাপ্ত। ইতোমধ্যে পীর সাহেব হুজুর ও তশরীফ এনেছেন। প্রতিবছর ১০ রবিউসসানি হযরত আব্দুল কাদের জিলানী রঃ-এর ইছালে ছওয়াব উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফে দু’দিনের ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন