খুলনা ব্যুরো : খুলনা মহানগরীতে মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার এঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মামলার হয়েছে। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ইয়াসমিন ঢাকার মিরপুর থানাধীন ২নং মসজিদ মার্কেট সংলগ্ন মিরপুর নিচু এলাকার বাসিন্দা আলমাস হোসেনের মেয়ে। পুলিশ ও এলকাবাসী জানায়, মহানগরীর শের এ বাংলা রোডস্থ জাফর হাজীর বাড়ির ভাড়াটিয়া শহিদুল ইসলাম (৩৫) ও স্ত্রী ইয়াসমিন (২৬) বসবাস করতো। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হলে শহিদুল ভারি বস্তু দিয়ে স্ত্রী’র মাথায় আঘাত করে। এতে ইয়াসমিন মাথায় গুরুতর আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। হাসপাতাল থেকেই আঃ সোবাহানের ছেলে শহিদুলকে আটক করেছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন