নেত্রকোনা জেলা সংবাদদাতা ঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লী গ্রামে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের অবসরপ্রাপ্ত জজ মুক্তিযোদ্ধা লতিফ আহমেদ খান নান্টুর ওপর হামলার ঘটনায় ভাতিজা ফয়সল আহমেদ খানকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো কয়েক জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে কেন্দুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, জল্লী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সহোদর লুৎফে আহমেদ খান অসীমের ছেলে ফয়সাল আহমেদ খান বৃহস্পতিবার সকালে রামদা দিয়ে কুপিয়ে অব: জজ মুক্তিযোদ্ধা লতিফ আহমেদ খানকে গুরুতর জখম করে। আহত লতিফ আহমেদ খানকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে লতিফ আহমেদ খানের স্ত্রী কাজী তাইয়েবা তাসমীন বাদী হয়ে হামলাকারী ভাতিজা ফয়সল আহমেদ খান, তার পিতা লুৎফে আহমেদ খান অসীম, জল্লী গ্রামের মস্তু, জুয়েলের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিরঞ্জন দেব মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন