ইনকিলাব ডেস্ক : দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে সউদি আরব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সউদি সরকার তার এ সফরের জন্য ২৫ কোটি ৭০ লাখ রিয়াল (৬ কোটি ৮০ লাখ ডলার) বরাদ্দ করেছে। ট্রাম্পের সফরকে সামনে রেখে সউদি আরবের ইতিহাসে সবচেয়ে বড় অভ্যর্থনার আয়োজন চলছে। সউদি সরকারের ফাঁস হওয়া নথির বরাতে রিয়াদ হেরাল্ড এ কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলাসিতার জন্য বিশেষ পরিচিতি পেয়েছেন। কিন্তু সউদি আরব সফরের অভিজ্ঞতা তার জন্য অভিনব হবে বলে অনেকে মনে করছেন। রাশিয়া টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন