নোয়াখালী ব্যুরো : আগামী ৩০ জানুয়ারি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলাসমূহের দায়িত্ববৃন্দের এক প্রস্তুতি সভা নোয়াখালী জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ওহিদুল হকের সভাপতিত্বে গতকাল বুধবার চৌমুহনীতে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল সিদ্দিকী, সদর উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আবু সোলায়মান, চাটখিল উপজেলা সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ, সেনবাগ উপজেলা সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম, সূবর্ণচর উপজেলা প্রতিনিধি মাওলানা মো. নজরুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলার মাওলানা খলিলুর রহমান, চাটখিল উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে আয়োজিত শিক্ষক সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন