সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের হাত ভেঙে দিল বখাটেরা

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা : নেছারাবাদে রাস্তাঘাটে সংঘবদ্ধভাবে নেশা করে মাতলামো করা, বিদ্যালয়গামী শিক্ষার্থীদের অব্যাহত ইভটিজিংএর প্রতিবাদ করায় মো.রাজিব (২৭)নামে এক যুবকের হাত ভেঙে ফেলেছে ইভটিজার বখাটেরা।গত শনিবার রাতে নেছারাবাদের সীমান্তবর্তী ইলুহার গ্রামে ওই ঘটনা ঘটেছে। এলাকার বখাটে হিসেবে পরিচিত মাইনুল, নবীন, হাসানাতসহ আরো অজ্ঞাত ৭/৮জন বকাটেরা ওই ঘটনা ঘটিয়েছে। রোববার এ ব্যাপারে নেছারাবাদ থানায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। সরেজমিনে ওই এলাকায় গেলে ব্যবসায়ী কাজী মো. ইব্রাহীম,মমিুন হাওলাদার, মো. শাকিল, মো.শাহ আলম গ্রামে বকাটেদের নিয়মিত উক্তত্যের কথা অভিযোগ আকারে তুলে ধরেন। গ্রামবাসীরা জানান, উপজেলার নান্দুহার গ্রামের মাহাবুব খানের ছেলে মাইনুল, ইসমাইল হোসেনের ছেলে নবীন, কাইউমের ছেলে হাসানাত দীর্ঘদিন ধরে স্কুল সময়ে এলাকার রাস্তাঘাটে নান্দুহার ইলুহার ইউনাইটেড ইনষ্টিটিশন গামী সড়কে ও ব্রিজের ওপর আড্ডা মারে। এসময় ওই বখাটেরা নেশা করে মেয়েদের উত্যক্ত করতে থাকে। তাদের অব্যাহত এর কর্মকান্ডে স্থানীয় ঔষধ দোকানদার মো. রাজিবের নেতৃত্বে কয়েক যুবক তাদের বাধা দেয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরেকে আটক করে বিদ্যালয়ে নিয়ে অভিভাবকদের মাধ্যমে শাসন করে। এতে ক্ষীপ্ত হয়ে ওইসব বখাটেরা মিয়ারহাট ও সুটিয়াকাঠি এলাকার কিছু যুবকদের ভাড়ায় করে এনে শনিবার রাতে রাজিবকে তার ঔষধের দোকানের বাহিরে এনে মারধর করে। এতে রাজিবের হাত ভেঙ্গে যায়। ঘটনার পর্যায়ক্রমে এলাকার শাহজাহান বেপারীর ছেলে অপু ওইসব বখাটেদের শান্ত করতে চেষ্ঠা করতে আসলে তাকেও মারধর করে। এসময় এলাকাবাসী এগিয়ে গিয়ে রাজিব ও অপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন