নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বুড়িগঙ্গা নদী থেকে ২ হাজার ৪শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের সদস্যরা।
গতকাল শুক্রবার ভোরে জাটকা গুলো জব্দ করা হয়। এরপর সেগুলো নারায়ণগঞ্জের মৎস কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরীব-দুস্থদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়।
কোস্ট গার্ড গাপলা স্টেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, টিম লিডার পেটি অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে বুড়িগঙ্গা নদীতে ‘এমভি মাহিন রিফাত-১’ নামে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৪শ’ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।
মাছগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।নারায়ণগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম বলেন, জব্দ জাটকা জেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরীব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন